
ডেক্স রিপোর্টসঃ ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্টাতা সাধারন সম্পাদক, দৈনিক জনকণ্ঠ ও চ্যানেল টুয়েন্টি ফোর এর নিজস্ব প্রতিবেদক এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ২ বার নির্বাচিত সভাপতি সাংবাদিক নেতা রিয়াজউদ্দিন জামির মৃত্যুতে, তার রুহের মাগফিরাত কামনা করে, শহরের টিএ রোডস্থ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যালয়ে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
অদ্য ৮ মার্চ.২০২৩ ( বুধবার) বাদ আসর অনুষ্ঠিত দোয়া মাহফিলের দোয়া পরিচালনা করেন জেলা জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি ছিগবাতউল্লাহ নূর। এতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকরা অংশ গ্রহন করেন।
উল্লেখ্য, রিয়াজ উদ্দিন জামি গত ৬ মার্চ সোমবার ভারতের মুম্বাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।