
// ব্রাহ্মনবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামির মৃত্যুতে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন তার ফেসবুকে লেখা অনুভুতি নিম্নরূপ,,,,//
বিজন লিখেছেন,,,,,হাতে কলম উঠছেনা। কতো স্মৃতি। চোখ বুঝলেই ভেসে আসছে সামনে। জামি আমার ভাই। আমার বন্ধু। আবার আমার নেতা। সাংবাদিক নেতা। দু’জনের পেশায় যোগদানও প্রায় একই সাথে। ১৯৯১ সালের ১ ফেব্রুয়ারী এ জেলা থেকে প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র ‘দৈনিক ব্রাহ্মণবাড়িয়া’-তে সাব এডিটর হিসেবে আমার যোগদানের মাস দেড়েক পর যোগ দেয় সে। ১৯৯৭ সালের ১৪ নভেম্বর,একই তারিখে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সদস্যপদ হয় জামি,আল আমিন শাহিন ও আমার। ২০০৭ সালে দৈনিক ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে আরজু ভাই,আমি,জামি এবং আমার আরেক ভাই ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক ভিপি এমদাদুল হাসানের যৌথ মালিকানায় প্রকাশ করি দৈনিক ‘ব্রাহ্মণবাড়িয়া প্রতিদিন’।
গত টার্মে ব্রাহ্মনবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলাম আমি। সভাপতি ছিলেন জামি। দীর্ঘ এ সময়ে ক্লাবের উন্নয়নে আমার সকল চিন্তার সাথে এক পায়ে খাড়া ছিলেন। পাশে ছিলেন সব সময়। সম্প্রতি হয়ে যাওয়া নির্বাচনের পরদিন সকালে ফোন করে তার কান্নার আওয়াজ এখনো কানে বাজছে। আমার প্রতি তার ভালোবাসা অমর হয়ে থাকবে। আজ জামি নেই। কাঁদছি আমি। কাঁদছে সাংবাদিক সমাজ। তার পরিবারে বইছে শোক। কি বুঝাবো শোকাহত এই পরিবারকে।
জামি, পরপারে তোমার জায়গা হোক জান্নাতের সর্বোচ্চ মোকামে। এই প্রার্থনা করি মহান রবের কাছে। আর তুমি বেঁচে থাকবে আমাদের অন্তরে। সবার কাছে বলব, জামি যদি কাউকে কোনদিন কষ্ট দিয়ে থাকে তার পক্ষ থেকে ক্ষমা চাইছি। জামি বেঁচে থাকবে তার কর্মের মাধ্যমে। ব্রাহ্মনবাড়িয়াবাসীর অন্তরে।