
সৈয়দ শামীম জৈন্তা,গোয়াইনঘাট প্রতিনিধি।
গোয়াইনঘাট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক (অনুর্ধ্ব-১৭) ফুটবলে জেলা পর্যায়ের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছে গোয়াইনঘাট উপজেলা ফুটবল দল।
বৃহস্পতিবার (৯জুন) সিলেট আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সে খেলায় গোয়াইনঘাট উপজেলা ফুটবল দল টাইব্রেকারে ৪-১ গোলে বিশ্বনাথ উপজেলা বালক দলকে হারিয়ে জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন হওয়ায় ট্রফি ও সুনাম অর্জন করে।
খেলার মাঠে উপস্থিত হয়ে খোলোয়াড়দের উৎসাহ দেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, যুগ্ম সম্পাদক কামরুল হাসানসহ আরো অনেকেই।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোশারফ হোসেন, সিলেটের জেলা প্রশাসক মজিবুর রহমান, পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএিম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান,
গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান প্রমুখ। পরে বিজয়ীরা প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।