
জহির সিকদার, মুক্তির কন্ঠ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারের উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে অবহিতকরণ, উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্তকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সী।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নূপূর সাহা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরূপা ভৌমিক প্রমুখ। স্বাগত বক্তৃতা করেন জেলা তথ্য অফিসার মো. আসাদুজ্জামান কাউছার।
সমাবেশে বক্তাগণ নারী উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা, মহান মুক্তিযুদ্ধে নারীদেও অবদান এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, নারীদের অধিকার, শিশু ও নারী উন্নয়ন, নারীর ক্ষমতায়ন বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।