
সৈয়দ শামীম, জৈন্তা, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি।
সিলট জেলার জৈন্তাপুর উপজেলায় পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু বরন করেছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন। আহত পাঁচ জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। সোমবার (৬ জুন) ভোরে জৈন্তাপুরের চিকনাগুলের সাতজনি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই গ্রামের কয়েকটি পরিবার পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে আসছিল। রাতে অবিরাম বৃষ্টিপাতের কারণে পাহাড়ের একাংশ ধসে পড়ে। এতে একই পরিবারের চারজন মাটিচাপায় মারা যান। গুরুতর আহত এক জনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাহাড় ধসের ঘটনা ঘটার পর ৯৯৯ কল করা হলে ফায়ার সার্ভিস ও জৈন্তাপুর মডেল থানা পুলিশ উদ্ধার কাজ সম্পন্ন করেন। এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন, জেলা প্রশাসকের অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট ইমরুল হাসান, সিলেটের ক্রাইম এন্ড অপারেশন’র অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম। জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ।