
জহির সিকদার, মুক্তির কণ্ঠ
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে দ্রব্য মুল্যের উর্দ্ধগতি, জ্বালানি তেলের মুল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবার (২৯ আগষ্ট)সকালে আশুগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে আশুগঞ্জ উপজেলা বিএনপি।
আশুগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে সোমবার সকালে সকাল ১১ টায় আশুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজ্বি শাহজাহান সিরাজের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ শুরু হয়।
সমাবেশটিতে উপজেলা বিএনপির সহযোগী ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল সহকারে উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে সমাবেশ স্থলে এসে জড়ো হন।
মিছিল শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ০২ -সরাইল-আশুগঞ্জ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঞা।
শান্তিপূর্ণ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বি,এন,পির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার রুমিন ফারহানা, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ মো. শামীম, কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মো. সাইদুল হক সাঈদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক তরুন দে।
এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা বি,এন,পির আহবায়ক জিল্লুর রহমান,জেলা বি,এন,পি নেতা আছাদুজ্জামান শাহীন, জেলা কৃষকদলের আহবায়ক আবু শামীম মো. আরিফ ( ভিপি শামীম), জেলা বি,এন,পির সদস্য আকতারুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. বাবুল, উপজেলা যুবদলের আহবায়ক হাজ্বী মো. আলমগীর খাঁ, ছাত্রদলের সভাপতি তোফাজ্জল হোসেন মারুফ ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিশেষ অতিথির বক্তৃতায় ব্যারিষ্টার রুমিন ফারহানা বলেন,জুলুমবাজ-রাতের ভোটের অবৈধ্য এই সরকারকে রাজপথে গন আন্দোলন গড়ে তুলে উৎখাত করা ছাড়া বিকল্প আর কোন পথ নাই। এ জন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন গড়ে তুলার আহবান জানান।
দ্রব্য মুল্যের উর্দ্ধগতি, জ্বালানি তেলের মুল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি আরো বলেন, দ্রব্যমুল্যের উর্ধগতির কারণে দেশে আজ হাহাকার বিরাজ করছে। ক্ষমতায় যাবার আগে প্রতি কেজি চাল ১০ টাকা করে খাওয়ানোর ঘোষণা দিলেও এখন মানুষের নিত্যদিনের খাবারের সেই চাল কিনতে হয় সর্বনিম্ন ৫৫ টাকা কেজি। তার সেই প্রতিশ্রুতি এখন কোথায়? প্রশ্ন করে বলেন, বাংলার মানুষ তা আজ বুঝতে পেরেছে। তিনি ঘরে ঘরে দূর্বার আন্দোলন গড়ে তুলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সহ তত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার ও অঙ্গীকার ব্যক্ত করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় ও তত্বাবধায়ক সরকারের অধীনে হবে বলে জানান।
তিনি সকল জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সঠিক তথ্য চিত্র তুলে ধরে সংবাদ প্রকাশ করার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান।
আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।