
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কে চান্দরা ট্রাক চাপায় সরাইলের ফারহান হাসিন মাহি (১৮) নামের এক এসএসসি শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থী সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চাকসার দৌলতপাড়া গ্রামের মো. হামদু মিয়া‘র ছেলে। এঘঠনায় আহত হয়েছেন একই উপজেলার কালিকচ্ছ গ্রামের ফজল হক মিয়ার ছেলে মুস্তাকিম (২০)। আহত মুস্তাকিম ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাদিন রয়েছেন।
পুলিশ ও নিহতের মামা জাকারিয়া আলম স্বপন জানান, আজ শনিবার সকাল ১১টার সময় এক বন্ধুর মোটরসাইকেল যোগে চান্দরা যাওয়ার পথে ট্রাকের নিচে চাপা পরে ঘঠনাস্থলে নিহত হন। ফারহান কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে ২০২২ শিক্ষাবর্ষের পরিক্ষার্থী ছিল।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুহেন্দ বসু জানান, অজ্ঞাতনামা একটি গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিলে ফারহান নামে একজন ঘঠনাস্থলেই নিহত হয়। গাড়িটি জব্দ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে থানায় মহাসড়ক আইনে মামলার প্রক্রিয়া চলছে।