
সৈয়দ শামীম, মুক্তির কণ্ঠ
সিলেট’র জাফলংয়ে শান্তিনগর গ্রামে আজ (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় শান্তিনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ডুবাতে ডুবে বায়জিত নামের (১০) বছরের এক মাদ্রাসা ছাত্রের মৃ’ত্যু হয়েছে।মা’রা যাওয়া বায়জিত শান্তিনগরের গ্রামের বাবুল মিয়ার ছেলে, স্থানীয় শান্তিনগর মাদ্রাসার শিক্ষার্থী।
স্থানীয় ও পু’লিশ সূত্রে জানা গেছে, মাদ্রাসা থেকে বাড়িতে এসে যোহরের নামাজ আদায় করে শান্তিনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ডুবাতে গোসল করতে নেমে পানিতে ডুবে মা’রা যায় বায়জিত।পরে স্থানীয় লোকজন তাকে পানি থেকে তুলে জৈন্তাপুর উপজেলা হসপিটালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে গোয়াইনঘাট থা’না পু’লিশের এস আই এম’রুল কবীর ঘটনাস্থল পরিদর্শন ও লা’শের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
গোয়াইনঘাট থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা কে.এম নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে পানিতে ডুবে মা’রা যাওয়া শি’শুটির ম’রদেহ হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থা’নায় একটি অ’পমৃ’ত্যুর মা’মলা হয়েছে।