
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অজ্ঞাত এক ব্যক্তি লাশ উদ্ধার করেছে সরাইল থানার পুলিশ। বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।
আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বৈশামুড়া এলাকা ঢাকা সিলেট মহাসড়কের পাশে খাদে থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যক্তি লাশ পড়ে থাকতে দেখে থানায় জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
সরাইল থানার পরিদর্শক তদন্ত মো. শেহাবুর রহমান জানান, নিহত ব্যক্তি মাথা জখম ছিন্ন রয়েছে। মুখেও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আশঙ্কা করা হচ্ছে- ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। রিপোর্ট লেখা সময় লাশ ঘটনাস্থলে ছিল।