
মোঃ রফিকুল হাসান সোহাগ- বার্তা সম্পাদক, মুক্তির কন্ঠ
তত্ত্বাবধায়ক সরকারের দাবি অযৌক্তিক যৌক্তিক কোনো দাবির ব্যাপারে প্রধানমন্ত্রী কিংবা আওয়ামী লীগের কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। গত ১২ ফেব্রুয়ারি (রোববার) আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব আয়োজিত এক সুধী সমাবেশে বক্তব্য কালে এ কথা বলেন। বিএনপি’র শাসনামলে নির্বাচনে কারচুপি ঠেকানোর জন্য এই দেশে তত্ত্বাবধায়ক সরকারের আবির্ভাব হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
তিনি আরো বলেন,আপনারা জানেন, এই দেশে তত্ত্বাবধায়ক সরকার আবির্ভাব হয়েছিল বিএনপির দুঃশাসন ও নির্বাচনে কারচুপি করার জন্যে। আপনারা ১৯৯৬ সালে নির্বাচন দেখেছেন, আপনারা ২০০৬ থেকে ২০০৭ সালের প্রথম দিকে নির্বাচনের প্রস্তুতি দেখেছেন, এই অপকর্মের জন্যে তত্ত্বাবধায়ক সরকারের জন্ম।
তিনি বলেন, ২০২১ সালের শেষ দিকে করোনা যখন চলছিল তখন একটি দাবি উঠল যে আমাদের সংবিধানে নির্বাচন কমিশন গঠনে সব পদ্ধতি লেখা আছে। সেখানে বলা আছে, একটি আইন করতে হবে। বলা হলো সেই আইনটি নাই, তা করতে হবে। সেখানে নির্বাচন কমিশন গঠনের যে আইন সেটি করে দিতে হবে। আমি বলেছিলাম এখন করোনা কালিন সময়; একটি আইন করতে হলে সংসদ ঠিকভাবে বসতে হবে। সংসদ বসলে আমরা আইনটি করে দিব।“উনারা বললেন, সংসদ বসা দরকার নাই, অর্ডিনেন্স দিয়ে করে ফেলেন। আমি বলেছিলাম, এত গুরুত্বপূর্ণ একটি আইন সংসদকে বাদ দিয়ে করব না”।এরপর রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব সকল রাজনৈতিক দলকে আলাদাভাবে দাওয়াত দিলেন। সেখানে আলোচনা হলো, এই আইনটি হওয়া উচিৎ। “আমরা সেই মূহূর্তে আইনটি করে দিয়েছি। সকল দলের যৌক্তিক সংশোধিত নিয়ে আইনটি পাশ করা হয়। এই আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়।”এই আইন পাশ হওয়ার পর বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি সামনে আনে বলে তিনি বলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আহবায়ক রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূইয়া, সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম ( শিউলি আজাদ) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার, জেলা পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, পৌর মেয়র মিসেস নায়ার কবির, প্রেসক্লাবের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য ও ইব্রাহিম খান সাদাত ও মোহাম্মদ শাহজাদা।
এর আগে আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রেস ক্লাব পরিদর্শন করেন।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রী সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে জেলা আইনজীবীদের অব্যাহত আদালত পর্যন্ত কর্মসূচি প্রত্যাহার করা হয়। আইনমন্ত্রীর সঙ্গে জেলা আইনজীবীদের বৈঠকে আইন মন্ত্রণালয়ের সচিব মোঃ গোলাম সারোয়ার, জেলা জজ বেগম শারমিন নিগার, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক রবিউল হাসান, যুগ্ম জেলা ও দায়রা জজ নজরুল ইসলাম ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল আমিন উপস্থিতি ছিলেন।
উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন – ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ তানবীর ভূঞা, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল, সাবেক সভাপতি শফিউল আলম লিটন ও মোঃ নাজমুল হোসেন, আইনজীবী মাহবুব আলম খোকন প্রমুখ //