
সৈয়দ মো. শামীম জৈন্তা-গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি।
তামাবিল চুনাপাথর,পাথর ও কয়লা আমদানি কারক গ্রুপ ও তামাবীল ব্যবসায়ী ভাই বন্ধুদের যৌথ উদ্ধোগে জৈন্তা, গোয়াইনঘাটে ৩ হাজারের ও বেশি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ।
জৈন্তাপুর ও গোয়াইনঘাটে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ ও বন্যা কবলিত এলাকার অসহায় মানুষের মাঝে তামাবিল ভাই-বন্ধু ব্যবসায়ীদের উদ্বোগে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) দুপুর থেকে জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার ডুলটিরপাড়, সানকিভাঙা, আসামপাড়া, আসামপাড়া হাওর, নয়াবাজার, লাখেরপাড়, নলজুরি, ছৈলাখেল, বাওরভাগ হাওর সহ আশেপাশের কয়েকটি এলাকার ৩ হাজার পানিবন্ধী ও অসহায় পরিবারের মাঝে এসব শুকনো খাবার বিতরণ করেন।পানি বন্ধি মানুষের মাঝে তামাবিল ভাই-বন্ধু ব্যবসায়ীদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, তামাবিল পাথর, চুনা পাথর ও কয়লা আমদানি কারক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ীও ২নং জৈন্তাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফখরুল ইসলাম, জাকির খাঁন, শাহারব, চানখাঁন, ওমর ফারুক, মো. রফিক, নাছির খান, মফিজুল ইসলাম, ইসমাইল হোসেন, রফিক সিকদার, যুব নেতা রিপন আহমদ, আইনুল হক, হেলাল আহমেদ, জাহাঙ্গীর আলমসহ তামাবিল ভাই-বন্দু ব্যবসায়ী ও সেচ্ছাসেবী সদস্য।