
মুক্তির কণ্ঠ ডটকমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তিন প্রজন্মের
তিল তিল করে গড়া স্বপ্নের দুটি দোকান।
গতকাল গভীর রাত ১টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা গ্রামের হাবিবুর রহমানের দুই ছেলে আহাম্মদ ও নূর আহাম্মদ তাদের দুই ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েগেছে।
তারই সাথে তাদের ৪০ বছর যাবৎ লালিত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে
গেছে।
বুড্ডা এলাকায় জিলানী ডেকোরেটার এন্ড মাইক সার্ভিস এবং আহাম্মদ মুদির দোকান দুটিই পুড়ে শেষ হয়ে গেছে সবকিছু।
জিলানী ডেকোরেটারের মালিক নূর আহাম্মদ বলেন, তার এতোদিনের স্বপ্ন পূড়ে ছাই হয়ে গেছে। তার ক্ষয়ক্ষতির পরিমাণ ১৮- ২০ লক্ষ টাকার মালা মালসহ দোকান ।
আরেক ভাই আহাম্মদ মিয়ার ছেলে আতিক মিয়া বলেন, তার মুদির দোকান ছিল সাথে বিকাশের ব্যবসা ও ছিল, বিকাশের ক্যাশ ২ লক্ষ টাকা সহ তার ক্ষতির পরিমাণ ২০-২২ লক্ষ টাকা। সব মিলিয়ে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধ কোটি টাকা। তিনি আরও বলেন, তাদের তিলে তিলে গড়া এতো বছরের স্বপ্ন শেষ হয়ে গেছে। এছাড়া ব্যাংকের লোন রয়েছে যা পরিশোধ করতে হিমসিম খেতে হবে। তাদের বাপ দাদার হাতে গড়া ব্যাবসা প্রতিষ্ঠান যা একেবারে ধূলিসাৎ হয়ে গেছে।
রাত ১টার দিকে আগুন লাগলে মুহুর্তের মধ্যেই তা ধাউধাউ জলে উঠে। আগুন কোন ভাবেই আর নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনা স্থলে গিয়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সরাইল ফায়ার সার্ভিসের টিম লিডার রিয়াজ মুহাম্মদ বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে সেখানে পৌঁছেযাই। তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।