
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আইরল এলাকায় তিন শতাধিক দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (২ এপ্রিল) সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত সাবেক ইউপি সদস্য হাজী হিজবুল্লাহ (হাজু) মিয়ার আয়োজনে ও যুবলীগ নেতা ইমরান খাঁনের তত্বাবধানে ওই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আগামীকাল থেকে শুরু হচ্ছে মাহে রমজান। এরই অংশ হিসেবে সকাল থেকে তিন শতাধিক দুস্থ ও অসহায় মানুষ কে ইফতার সামগ্রীর প্যাকেট উপহার হিসেবে হাতে তুলে দেয়া হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিল মুড়ি, ছোলা,ডাল,তেল, পেঁয়াজ,আলু।
এসময়ে উপস্থিত ছিলেন, নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শামসুল হক। সাবেক যুবলীগ নেতা মো. গিয়াস উদ্দিন, আওয়ামীলীগ নেতা ইউনুস মিয়া, আবু তাহের, শামসু মিয়া, সমুজ আলী প্রমুখ।
যুবলীগ নেতা ইমরান খাঁন বলেন, প্রতিবছরের ন্যায় এবারও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি দুস্থ অসহায় মানুষের পাশে দাড়াতে। আগামীকাল থেকে মাহে রমজান উপলক্ষে কেউ যেন ইফতার করতে সমস্যা না হয় এর জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে কেউ আর কষ্ট করতে হবে না।