
এইচ আই কে সাব্বির, মুক্তির কণ্ঠ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে লাফার্জ হোলসিল বাংলাদেশ লিমিটেডের কাছ থেকে নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে সাংবাদিক সম্মেলন করেছে সরাইল নৌকা মালিক সমিতি।
সোমবার (১৩ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে
এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
অরুয়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে ও গাজী নোয়াব মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, অরুয়াইল ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি হাজী আবু তালেব, সাবেক শিক্ষক গোপাল গোপ, সাবেক শিক্ষক
হিজবুল্লাহ, গাজী বোরহান উদ্দিন, হাজী ফারুক,
হাজী আব্দুর রবসহ অন্যান্য অন্যান্য মালিকের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নৌমালিক সমিতির পক্ষে লাফার্জ হোলসিল বাংলাদেশ লিমিটেডের কাছে
যে সব দাবি তুলে ধরেন-১। দ্রব্যমূল্য,শ্রমিক বেতন,জ্বালানি খরচ ও লাইন খরচের উর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন গন্তব্যের ভাড়া বৃদ্ধি করতে হবে। ২- অনকল,ডেডিকেটেড ও চার্টার সকল নৌকার ক্ষেত্রে সিরিয়াল অনুযায়ী লোড আনলোড করতে হবে। ৩- প্রতিটা নৌকা নির্ধারিত গন্তব্যে পৌঁছার পর ১২০ ঘন্টার মধ্যে আনলোড করতে হবে। অন্যতায় উক্ত নৌকার ক্ষতি পূরণ দিতে হবে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত কোন বাল্কহেড নৌকা লাফার্জ হোলসিল বাংলাদেশ লিমিটেডের মালামাল বহন করবে না।