
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারে আগত ভ্রাম্যমান ভিক্ষুক ও এলাকার অসহায় মানুষদের মাঝে রান্না করা বিরিয়ানির প্যাকেট বিতরণ করা হয়েছে।
রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার অরুয়াইল বাজারে অবস্থিত ইজা ডেন্টাল প্লাসে এ খাবার বিতরণ করা হয়।
প্রবাসী আল আমীন ও সোহেল রানার আর্থিক অনুদানে খাবারের আয়োজন করেন গরিবের বন্ধু যুব ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
দুই শতাধিক ভিক্ষুক ও অসহায় পরিবারের মাঝে এ খাবার বিতরণ করা হয়। এসময় ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রবাসী সোহেল রানা ও আল আমীন জানান, ভিক্ষুক ও দরিদ্ররা প্রায়ই পুষ্টিহীনতায় ভোগে। ভালো মানের খাবার খেতে পায় না। তাই এসব অসহায় দরিদ্র মানুষদের জন্য এক বেলা ভালো খাবারের ব্যবস্থা করলেন।