
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে প্রকাশিত দৈনিক একুশে আলো পত্রিকার ২১ বছরে উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় দৈনিক একুশে আলো পত্রিকার নিজস্ব কার্য্যালয়ে কেক কাটা ও আলোচনা সভায় দৈনিক একুশে আলোর সম্পাদক ও প্রকাশক সেলিম পারভেজের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, সাধারন সম্পাদক আল মামুন, প্রেসক্লাবের সাবেক সাধরন সম্পাদক হুমায়ুন কবির, আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি আক্তারুজ্জামান রঞ্জুন, সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, প্রেস ক্লাবের সদস্য ও ফিরোজ মিয়া সরকারী কলেজের প্রভাষক আনোয়ার হোসেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি আশুগঞ্জ ইউনিট এর সাধারন সম্পাদক আবু আবদুল্লাহ, দৈনিক দেশকালের আশুগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক জহির সিকদার, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি বাবুল সিকদার, সাংবাদিক হাসান জাভেদ, সাংবাদিক খোকন ছাড়াও সালমান রহমান ও মোখলেসুর রহমান উপস্থিত ছিলেন ।
সবশেষে উপস্থিত সকলে মিলে কেক ও মিষ্টি খেয়ে আনন্দ উপভোগ করেন।