
মুক্তির কণ্ঠ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে সরাইল উপজেলার ২নং ওয়ার্ড থেকে সদস্য পদে সিএনজি প্রতীকে সর্বাধিক ৩৭ ভোট পেয়ে দ্বিতীয়বারের মত নির্বাচিত হয়েছেন পায়েল হোসেন মৃধা । এর আগেও তিনি জেলা পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যান্য উপজেলাসহ ২নং ওয়ার্ড এর নির্বাচন সরাইল উপজেলা সদরের সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। মোট ১২০ ভোটের মধ্যে ভোট প্রদান করেন ১১৯ জন ভোটার। এর মধ্যে বৈধ ভোট সংখ্যা ১১৯। অনুপস্থিত ভোটার ১জন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্রার্থীদের মধ্যে ঘুরি প্রতীকে মো. জাকির হোসেন ৩৩ ভোট, হাতি প্রতীকে আব্দুল মালেক ১৮ ভোট, টিউবওয়েল প্রতীকে মোহাম্মদ শাহেদ মিয়া ১৭ ভোট, তালা প্রতীকে উত্তম কুমার ১৩ ভোট, বৈদ্যুতিক পাখা প্রতীকে মোহাম্মদ ইমরান মিয়া শূন্য ভোট পেয়েছেন বলে তথ্য ও যোগাযোগ পধিদপ্তর সরাইল উপজেলা কার্যালয়ের সহকারি প্রোগ্রামার মো. শাকিল আহমেদ স্বাক্ষরিত ফলাফল বিবরনী থেকে এ তথ্য জানা গেছে।