
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় পরিত্যাক্ত জঙ্গলের পাশের খাল থেকে আনুমানিক ৫০ বছরের এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে নবীনগর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, স্থানীয় কিছু লোক মঙ্গলবার সকালে গোপালপুর খালে অর্ধগলিত ওই লাশটি ভাসমান অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে লোকজন নবীনগর থানা পুলিশকে খবর দেন। দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করেন। তবে লাশটির পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। নবীনগর থানার এস আই ময়নাল হোসেন জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে খাল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করা হবে।