নিজের ঘরে ওড়না পেঁচিয়ে নারীর আত্মহত্যা। মুক্তির কণ্ঠ

 

মুক্তির কণ্ঠ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রুমা আক্তার (২৫) নামের এক নারীর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার অভিযোগ ওঠেছে।

রোববার (১৩ আগষ্ট) উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রুমা আক্তার ওই গ্রামের আতাউর রহমানের স্ত্রী। সে ২ সন্তানের মা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্বামীর সাথে রুমার একটু কথা কাটাকাটি হয়। কথা কথা-কাটাকাটির পর স্বামী ঘর থেকে বের হলে এই ফাঁকে রুমা নিজ ঘরের খাবার রুমে গলায় নিজের ওড়না প্যাচিয়ে ফাঁস দেন। স্বামী আতাউর রহমান ঘরে ঢুকে স্ত্রীর ঝুলন্ত লাশ দেখে চিৎকার দেয়। পরে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেই। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠান।

এ বিষয়ে সরাইল থানার উপপরিদর্শক (এসআই) ও অরুয়াইল ইউনিয়ন বিটের বিট কর্মকর্তা নুরুল করিম বলেন, ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় আমরা তাকে উদ্ধার করেছি। ধারণা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply