
মুক্তির কণ্ঠ ডেস্ক:
আওয়ামীলীগের কাউন্সিলে পছন্দের প্রার্থী সভাপতি না হওয়া এক ত্যাগী কর্মীর আত্মহত্যা। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের জয়নগর পশ্চিম পাড়া এলাকায়। নিহত ব্যক্তি মৃত নিম চান দাসের ছেলে নিকুঞ্জ দাস (৬৮)।
নিহতের ছেলে গোবিন্দ দাস (২৮) বলেন, গত ১৩ সেপ্টেম্বর নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের কমিটি ঘোষণা করা হয়। সেখানে তার বাবার পছন্দের সভাপতি প্রার্থী ছিলেন রোমা আক্তার। কারণ রোমা আক্তারের পিতা বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা চেয়ারম্যান গোলাম নূর’র সাথে খুব ভালো সম্পর্ক ছিলো আমার পিতার। সেই সুবাদে তার কন্যা রোমা আক্তার কে পছন্দ করতেন। ওইদিন কমিটিতে তাকে সভাপতি করা হয় নাই শুনে বিমর্ষ হয়ে যায় তার বাবা। এই নিয়ে সারাক্ষণ শুধু চিন্তায় ছটফট করছেন। ১৪ সেপ্টেম্বর গভীররাত পর্যন্ত না ঘুমিয়ে কাটিয়েছে তার বাবা । তখন সে তার বাবা নিকুঞ্জ দাস কে অনেক বুঝিয়েছে যা হবার হইছে এই নিয়ে চিন্তা কইরেন না। তখন রাত সাড়ে ৩টার সে তার বাবাকে ঘুমানোর কথা বলে পাশের কক্ষে ঘুমিয়ে পরে। ১৪ সেপ্টেম্বর ভোর বেলা তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখে তার শশুর গলায় চাদর পেচিয়ে ঘরের তীরের সাথে ঝুলে আছে। তখন তাকে ডেকে উঠায় তার স্ত্রী পরে দেখে তার বাবা আত্মহত্যা করেছে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। ময়নাতদন্ত শেষে আমরা বাবার সৎকার করি।
সে আরো বলেন, তার বাবা নিকুঞ্জ দাস অসুস্থ ছিলেন। তাদের পরিবারের খোঁজ খবর রাখতেন রোমা আক্তার। তার বাবার চিকিৎসা করানোর ব্যাবস্থা করার কথা দিয়েছিল রোমা আক্তার। তিনি বলেছিলেন সম্মেলনের পরে সভাপতি হইলে তাকে নিজের গাড়িতে করে ঢাকা নিয়ে যাবেন চিকিৎসা করাতে। আর যখন রোমা আক্তার সভাপতি হতে পারে নাই অন্য আরেক জন সভাপতি হইছে শুনছে তার বাবা সম্ভবত সেই কষ্ট থেকে আত্মহত্যা করেছে। গোবিন্দ দাস বলেন, জন্মের পরে মাকে চোখে দেখি নাই এখন বাবাকে হারিয়ে আরো অসহায় হয়ে গেলাম। নিজেদের কোন জায়গা জমি নাই অন্যের বাড়িতে ঘর করে থাকি। নদীতে জাল ফেলে যা আয় হয় তা দিয়ে কোন রকম ভাবে সংসার চলে।
প্রতিবেশী প্রাণ কৃষ্ণ দাস বলেন, নিকুঞ্জ দাস বাড়ির পাশের জগন্নাথ মন্দিরেই অনেক সময় বসে থাকতেন। উনি বলতো রোমা আক্তার একশতে একশ পাশ করবো, মনে হয় পাশ করে নাই শুইনা ক্ষোভে আত্মহত্যা করেছে।
উল্লেখ্যঃ গত ১৩সেপ্টেম্বর নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অসীম পালকে সভাপতি ও লতিফ হোসেন কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।