
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
পথের টানে
********************
কবি সৈয়দ শাহ্উদ্দীন মকবুল
চিরদিন তাঁহার পথপানে রই চাহিয়া,
কখন যে সে আসিবে ফিরে এই পথ ধরিয়া।
আমি এক নীরহারা পাখির মতো, পথভুলা মানুষ,
ভালোবাসায় কষ্ট পেলেও দিইনা কাউকেই দোষ।
জানি, ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়,
এই সহজ অনুভূতিগুলো কখনো আমাকে কাঁদায়।
আশা জাগে তাই আমরা তা নিয়ে পথ গুনি,
ভালোবাসা কেনো জানি দেয় নিরাশার হাতছানি।
জীবনের অবসর মূহুর্তগুলো কাটে যাঁর অপেক্ষায়,
কবে যে সে আসবে ফিরে আছি প্রতীক্ষায়।
তাঁহার বিরহে রহি পথে পথে পড়িয়া,
গাঁয়ের মেটোপথে রহিনু পড়ে জীবন ব্যাপিয়া।
শহরগুলো ওঠছে গড়ে পরিবর্তনের ছোঁয়ায়,
গ্রামগুলো পেছনে পড়ে থাকে আশার ধোঁয়ায়।
শহরের মানুষগুলো মজে কৃত্রিম প্রেমে,
গ্রামের মানুষ ভালোবেসে যায় অবিনশ্বর প্রেমে।