
।। পদাঙ্ক অনুসরণ।।
সৈয়দ শাহ্উদ্দীন মকবুল। মুক্তির কণ্ঠ
কা’কে অনুসরণ করবো মোরা,
কার কাছে গেলে পাবো ঠাঁই।
এমন ভালো মানুষ খোঁজে নেই,
সুন্দর মনে কারে পাই?
ভাবি, যাঁরে করবো মাথার তাজ,
আমায় দেখলে, তার মাথায় পড়ে ভাঁজ।
আমার নেয় না সে ডাক-খোঁজ,
অন্যদের নিয়ে করে প্রীতিভোজ।
যাঁরা নীতি ও আদর্শের কথা বলেন,
তাঁরাই দেখিয়ে দেন কীভাবে করে দুর্নীতি।
সুনীতি এখন মুখের স্লোগান,
দুর্নীতিতে রয়েছে যাঁদের সুমতি।
বিপথগামীরা যদি নেয় ন্যায়ের শপথ,
সে পথ কতোটা সত্য দীপ্ত!
আমি তা আঙ্গুলিতে দেখিয়ে দিলে,
আমার উপর হয় ক্ষিপ্ত।
নেতা হয়, নীতি নেই,
করে যদি শুধু চাটুকারিতা।
মাঝপথের রাজনীতিতে এসে,
করে না কাউকে সহযোগিতা।
কাজে নেই, ভাঁজে আছে,
দিতে জানে শুধু পল্টি।
পোশাকে লেবাসধারীরা এখন,
তুলে ধরে অন্যের ভুলটি।
যাঁরা ছিলেন মনের মানুষ,
তাঁরা আজ বেঁচে নেই।
চলি এখন ভুল পথে,
আদর্শিক মনের সেই মানুষ পাবো কই।