
রিপোর্টস- মোঃ রফিকুল হাসান সোহাগঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায় প্রতি বছরের ন্যায় শুরু হতে যাচ্ছে,, নাহু সরফ ও হাতের লেখার বিশেষ প্রশিক্ষণ কোর্স শুরু হচ্ছে।
হাতের লেখা সুন্দর করন, পবিত্র কোরআন তেলাওয়াত সহীহ শুদ্ধভাবে পড়া এবং মাদরাসার ছাত্রদেরকে যোগোপযোগী শিক্ষায় শিক্ষিত করতে এসমস্ত প্রশিক্ষণ কোর্সের উদ্দেশ্য।
নাহু- সরফ ও আরবি, বাংলা হাতের লেখার কোর্সটি পরিচালিত হবে আল্লামা শায়েখ সাইফুল ইসলাম মাআরেফি সাহেবের সার্বিক তত্ত্বাবধানে এবং কারিয়ানা কোর্সটি পরিচালিত হবে আল খলিল কোরআন শিক্ষাবোর্ডের অধীনে।
উক্ত প্রশিক্ষণ করছে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের ও অভিভাবক গনকে আপনার / আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনার্থে উক্ত কোর্সে অংশগ্রহণ করার বিকল্প নাই বলে মাদ্রাসা কর্তৃপক্ষ।
১৯৬৯ সালে প্রতিষ্ঠিত জেলার ২য় বৃহত্তম প্রাচীনতম ইসলামিক বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া দারুল উলুম শাহবাজপুর। উক্ত জামিয়া থেকে অসংখ্য হাফেজ আল কোরআন, আলেমেদ্বীন হয়ে দেশ-বিদেশে ইসলামের আলোকবর্তিকা ছড়াচ্ছে। তাই পরকালের নাজাতের উসিলা মনে করে উক্ত জামিয়ার প্রতি সুনজর রাখা সকলের একান্ত কর্তব্য বলে ইসলাম পিপাসু জনগণ মনে করেন //