
মুক্তির কণ্ঠ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাকপ্রতিবন্ধী এক তরুণীকে(১৭) ধর্ষণের অভিযোগে আদু মিয়া (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ।
এ ঘটনায় ধর্ষণের শিকার তরুণীর মা বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে আদু মিয়ার(৩৫)বিরুদ্ধে থানায় মামলা করেছে।
বুধবার (২ মার্চ) সন্ধ্যায় উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ আদু মিয়াকে গ্রেপ্তার করে।
আদু মিয়া ওই গ্রামের আফিল উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী তরুণীর মামা জানান, সন্ধ্যায় তাঁদের বাড়ি থেকে নিজেদের বাড়ি ফিরছিল তাঁর প্রতিবন্ধী ভাগনি। পাশাপাশি বাড়ি।
এসময় প্রতিবেশী আদু মিয়া তাঁর মুখ চেপে ধরে দুইতলার ছাদে নিয়ে যায়। সেখানে হাত-পা বেঁধে ও মুখে কাপড় চেপে ধর্ষণ করেন। এরপর তাঁকে ছেড়ে দিলে রক্তাক্ত অবস্থায় তাঁদের বাড়িতে আসে। ভুক্তভোগী তরুণী ইশারা-ইঙ্গিতে তাঁদেরকে ধর্ষণের ঘটনাটি জানান। পরে তাঁরা পুলিশকে অবহিত করলে পুলিশ আদু মিয়াকে মধ্যরাতে গ্রেপ্তার করে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন বলেন, এ ঘটনায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণীর মা থানায় মামলা করেছে। আদু মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।