
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
“ছেলে হোক, মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট” এ প্রতিপাদ্যকে ধারণ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের উদ্যোগে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু রোধে প্রতিষ্ঠানিক প্রসবসেবা বৃদ্ধিকরণে “জিরো হোম ডেলিভারি” নিশ্চিতকল্পে নির্বাচিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ( ৯ জানুয়ারি) সকাল ১১ টায় সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সরওয়ার উদ্দিন‘র সভাপতিত্বে ও চুন্টা ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক শেখ এখলাছুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর।
বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক পরিবার পরিকল্পনা ব্রাহ্মণবাড়িয়া আব্দুর রাজ্জাক,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ, সরাইল মহিলা কলেজের অধক্ষ্য বদর উদ্দিন বদু, ডাঃ রাশেদুল কবির, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদসহ উপজেলা সকল ইউনিয়নের পরিবার পরিকল্পানা কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, ইউপি সচিবসহ উপজেলার মান্যগণ্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠাননে স্বাগত বক্তব্য রাখেন সরাইল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন মিয়া।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশে ১লক্ষ প্রসূতি মায়ের মাঝে গড়ে ৯৬ জন মারা যাচ্ছে। এজন্য আমরা উদ্যোগ নিয়েছি যাতে করে মৃত্যুর হার ৭০ জনের মাঝে আনতে পারি। তবে বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে আমাদের সরাইলের অবস্থান রয়েছে ১১তম।
এটা আমাদের জন্য ভাল খবর। আমাদের আরো সচেতন হতে হবে যাতেকরে সাড়াদেশের মধ্যে একের মাঝে আসতে পারি। এজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। বাল্যবিয়ে রোধ ও পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহন করতে হবে।