
এইচ আই কে সাব্বির, মুক্তির কণ্ঠ
“স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে ধারণ করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চুন্টা “বঙ্গবন্ধু স্মৃতি গণগ্রন্থাগার”এর আয়োজনে র্যালী, বইপাঠ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাবু অসীম কুমার দেব মুন্না‘র সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) শেখ এখলাছুর রহমান।
এসময় বক্তব্য রাখেন মো. রফিকুল ইসলামসহ আরো অনেকেই।
জানা যায়, প্রতিবছরের ন্যায় এবছরও ৫ ফেব্রুয়ারি সারাদেশে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু স্মৃতি গণগ্রন্থাগারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।