
সৈয়দ মো. শামীম জৈন্তা- গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বন্যা পরিস্থিতি পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে সাক্ষাৎ এবং অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
বুধবার তিনি সিলেটের গোয়াইনঘাটের বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন।
এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় আমির মিয়া স্কুল এন্ড কলেজে মাঠে উপজেলার ৩নং পূর্ব জাফলং ও ১১নং মধ্য জাফলং ইউনিয়নের অসহায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রশাসক মজিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, সহকারি কমিশনার (ভূমি) তানভীর হাসান, গোয়াইনঘাট সার্কেলের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার (এএসপি) প্রবাস কুমার সিংহ, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল সহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তাবৃন্দ।