
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আজীজ মঙ্গলবার দুপুরে উপজেলার বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় (কালিকচ্ছ) পরিদর্শন করেন। এসময় তিনি বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মত বিনিময় করে বিভিন্ন বিষয়ে সুপরামর্শ দেন।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের পরিস্কার পরিচ্ছন্নতা, শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের উপস্থিতি, বিভিন্ন শিক্ষার্থীদের হাতের লেখা ও শিক্ষার্থীদের নানা রকম প্রশ্ন করে সন্তোষজনক উত্তর পেয়ে খুবই খুশি হন। বিদ্যালয়ের সমাপনী পরীক্ষা ও প্রতি বছরের বৃত্তি প্রাপ্তদের সংখা দেখে সকল শিক্ষকদের সাধুবাদ জানান। তাছাড়া বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থা পর্যবেক্ষণ করে সবাইকে ধন্যবাদ জানান।