
মোঃ রফিকুল হাসান সোহাগ- মুক্তিরকন্ঠ
ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে নিয়মিত প্রকাশিত সর্বাধিক প্রচারিত তিতাস তীরের তিতাস বার্তা। জেলার বরেন্য সাংবাদিক আব্দুল মতিন সানু সম্পাদিত তিতাস বার্তা। ফোর কালার কভার পেইজে মুদ্রিত নান্দনিক একটি পাঠক প্রিয় পত্রিকা।
গত ২৫ ফেব্রুয়ারী-২০২৩ (শনিবার) বিকেলে স্থানীয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে অনুষ্টিত হয়েগেল “তিতাস বার্তা’র ” ১৫ বছর পুর্তি উদযাপন। এ উপলক্ষে আলোচনা সভা, দেশবরেণ্য গুণীজনদের সম্মাননা প্রদান ও এপার বাংলা ওপার বাংলার শিল্পীদের সমন্বয়ে সংস্কৃতিক পরিবেশনা।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা’র সার্বিক সহযোগিতায় এবং তিতাস বার্তা ও জাতীয় সাংবাদিক সংস্থা ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন, ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের
মাননীয় এমপি মহোদয়ের রাজনৈতিক উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু। গৌরাঙ্গ দেবনাথ ও ইসরাত জাহান তমার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, বঙ্গবন্ধু চেয়ার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্টার আশীষ কুমার চক্রবর্তী, সভায় প্রধান বক্তা ছিলেন তিতাস বার্তা’র প্রধান উপদেষ্টা আলহাজ্ব শাহজাদা খাদেম।
সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিআইডি’র বিশেষ পুলিশ সুপার শাহরিয়ার রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, তিতাস বার্তার সম্পাদক মন্ডলীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুরুজ্জামান, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ আলমগীর গণি, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি হাজী মোহাম্মদ বাবুল মিয়া, সবুজ হাউজিং প্রকল্পের চেয়ারম্যান আলহাজ্ব সায়েরদুর রহমান সাইদ।
তিতাস বার্তা’র ১৫ বছর পুর্তি অনুষ্ঠানে ৮টি ক্যাটাগরিতে, এপার বাংলা ওপার বাংলার বরেন্য ১২ জন গুনী ব্যাক্তিকে সম্মাননায় ভূষিত করা হয়।
তারা হলেন- সাংবাদিকতায়, ভারতের আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সুবল কুমার দে ও গ্লোবাল টিভির সিইও সৈয়দ ইসতিয়াক রেজা। গবেষনায়, ভারত বাংলাদেশ মৈত্রী পরিষদ আগরতলা’র সভাপতি ডঃ দেবব্রত দেব রায়। সাহিত্যে, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কুদদুস ও প্রথম আলোর অনুকাব্য লেখক সাইদুজ্জামান রওশন। সংগতিে, ঢাকা ব্যান্ডের কর্ণধার মাকসুদ হক। সংস্কৃতিতে, ব্রাহ্মণবাড়িয়া জেলা রেজিস্ট্রার লুৎফুল কবীর সরকার, অভিনেতা সাজু খাদেম ও উর্মিলার শ্রাবন্তী কর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে, ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এডি মোঃ মিজানুর রহমান। শিল্প ও বানিজ্যে, এভারেস্ট ফার্মাসিটিক্যাল লিঃ এর ডিরেক্টর লায়ন অঞ্জন মল্লিক ( এফসিএ)। সংগঠনে, সাবেক ছাত্র নেতা ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ আরিফুর রহমান আরিফ।
উক্ত অনুষ্ঠানে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিততে সমগ্র অনুষ্ঠান প্রানবন্ত করে তোলায় সবাইকে ধন্যবাদ জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন তিতাস বার্তা’র সম্পাদনা ও জাতীয় সাংবাদিক সংস্থা ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি আব্দুল মতিন সানু ও শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাহী সম্পাদক সঞ্জিব ভট্রাচার্য।।
দুই বাংলার সাংবাদিক, লেখক, শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের মেলবন্ধনে তিতাস বার্তা’র ১৫ বছর পুর্তি সমগ্র অনুষ্ঠানে এক অন্যরকম আবহ সৃস্টি করে তোলে। যাহা সবার কাছে মাইল ফলক হয়ে থাকবে বলে সংশ্লিষ্টরা মনে করেন। সবশেষে দুই বাংলার শিল্পীগণ সংগীত পরিবেশন করেন। উৎসুক জনতার পদচারনায় পুরো সভাস্থল লোকারন্য ছিল //
বার্তা সম্পাদকঃ