
রফিকুল হাসান সোহাগঃ সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসাবে উদযাপিত হয়।
বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষে, ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য র্যালি ও জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।
১৭ মার্চ (শুক্রবার) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে জেলা শহরের লোকনাথ ট্যাংকের পাড় ময়দান থেকে জেলা প্রসাশক মোঃ শাহগীর আলম ও পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের নেতারা অংশ গ্রহন করেন।
পরে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বঙ্গবন্ধু স্কয়ারে এসে শেষ হয়। র্যালি শেষে বঙ্গবন্ধু স্কয়ারে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয় নগর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রসাশক মোঃ শাহগীর আলম ও জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন দিবসটি উপলক্ষে রক্তদান, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হয়।