
// মোঃ রফিকুল হাসান সোহাগ //
বিশ্বজুড়ে বাংলা এই শ্লোগানের সফলতার ছয়বছর পেরিয়ে সপ্তমবর্ষে পদার্পণ করল বাংলা টিভি। সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বাংলা টিভির সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী।
এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, কেককাটা, কবিতা আবৃত্তি অনুষ্ঠান হয়েছে। ১৯ মে (শুক্রবার) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় কর্মসূচীর উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ এস এম সফিকউল্লাহ। বাংলা টিভির দর্শক ফোরামের সভাপতি ডাঃ মোঃ আবু সাঈদের সভাপতিত্বে অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসীম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, নাগরিক ফোরামের সভাপতি পিযুষ কান্তি আচার্য, ক্যাবল অপারেটর বি সেট ভিশনের পরিচালক সেলিম খন্দকার, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক জহির রায়হান, প্রবাসী সাংবাদিক বাবু সাহা।
আবরণী আবৃত্তি কেন্দ্রের হাবিবুর রহমান পারভেজ এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলা টিভির প্রতিনিধি আল আমীন শাহীন। সভার শুরুতে বাংলা টিভির উপদেষ্টা বিশিস্ট লেখক আবদুল গাফফার চৌধুরী, এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সদ্য প্রয়াত সভাপতি রিয়াজউদ্দিন জামিকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
আলোচনা সভার পর আবরনী আবৃত্তি চর্চা কেন্দ্র ও নতুন মাত্রার শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন।