
রফিকুল হাসান সোহাগ- মুক্তিরকন্ঠ,
আমার জীবণ আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবছর চতুর্থ জাতীয় বীমা দিবস উপলক্ষে ১ মার্চ ২০২৩ (রবিবার) সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণ্যাঢ্য র্যালি বের হয়ে সার্কিট হাউজ হয়ে কাউতলি হিরন্ময় চত্বরে গিয়ে শেষ হয়
জেলা প্রসাশকের কার্যালয় চত্বরে ফিরে আসে।
পরে জেলা প্রসাশকের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু সহ জেলার বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের কর্মরতরাগণ উপস্থিত ছিলেন।
সভায় বীমাকে জনসাধারণের দোরগোড়ায় পৌছাতে এবং বেশী করে প্রচার প্রচারনা সহ গ্রহকের গ্রহণযোগ্যতা বাড়াতে মুক্ত আলোচনা করা হয়।
জেলায় কর্মরত ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, প্রগতি লাইফ ইন্সুরেন্স, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্সুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স, সানফ্লাওয়ার লাইফ ইন্সুরেন্স, সোনালী লাইফ ইন্সুরেন্স, প্রটেকটিভ লাইফ ইন্সুরেন্স এবং জীবন বীমা কর্পোরেশন সহ ১৮টির বীমা প্রতিষ্টানের অগনিত কর্মী, গ্রাহক অংশে গ্রহন করেন।