
মো. রফিকুল হাসান সোহাগ, মুক্তির কণ্ঠ বাংলাদেশের রিকন্ডিশন্ড গাড়ির বানিজ্য শিল্পের অন্যতম পথিকৃৎ রুপকার শাহবাজপুরের কুতি সন্তান শামসুল হুদা কন্টু আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নাহি রাজিউন। পরপারে পারি জমালেন বাংলাদেশের অন্যতম উদ্যোক্তা শামসুল হুদা কন্টু। তার প্রতিষ্টান কার শিপিং কর্পোরেশন। যিনি দেশের রিকন্ডিশন্ড গাড়ির বানিজ্য শিল্পের অন্যতম রুপকার, যার হাত ধরে বাংলাদেশে জাপানিজ গাড়ির আমদানি ও শোরুম ব্যবসা শিল্পে রুপ নিয়েছিল, সেই বিশিষ্ট গাড়ি ব্যবসায়ী শামসুল হুদা কন্টু আজ চলে গেলেন অনেকটা নীরবে-নিভৃতে।
গত ৬ই ফেব্রুয়ারি ২০২৩ ( মঙ্গলবার) রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অদ্য ৭ই ফেব্রুয়ারি বাদ জোহর তার নিজ বাড়ি শাহবাজপুর বড় মৌলভীবাড়ী মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযার পর মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া শেষে তার পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।