
জহির সিকদার, মুক্তির কণ্ঠঃ
আশুগঞ্জে মো. তানসেন আহমেদ কে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত করায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার রাত ৯ টায় আশুগঞ্জ পরিবেশক শ্রমিক ইউনিয়নের আয়োজনে স্থানীয় প্রতাব ভবন প্রঙ্গনে উক্ত সংবর্ধনা প্রদান করা হয়।
আশুগঞ্জ পরিবেশক শ্রমিক ইউনিয়নের সভাপতি
মো. জুয়েল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর খন্দকার,রিকশা শ্রমিক ইউনিয়নের নেতা মিজানুর রহমান, চাতাল শ্রমিক নেতা আল আমিন, বিক্রয় প্রতিনিধি শরীফ আহমেদ,
পরিবেশক মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল সরকার,পরিবেশক শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মো. হানিফ মিয়া, সাধারণ সম্পাদক নুর হোসেন, হোটেল শ্রমিক,মেঘনা মাঝি সমবায় সমিতি সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।এ ছাড়াও এলাকার বিশিষ্ট লোকজন উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা। মাসিক সর্বনিম্ন বিশ হাজার টাকা বেতন আদায়ের লক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শ্রমিক কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন । মো. তানসেন আহমেদ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাল্কহেড- কার্গো শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি।
উল্লেখ্য যে, ঐ দিন বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম হাবিব উল্লা বাহার মাষ্টার কে পুনরায় কেন্দ্রীয় কোষাধ্যক্ষ নির্বাচিত করায় তাকেও সংবর্ধিত করা হয় ।