
বাদল চন্দ্র দাস, আগরতলা থেকেঃ
২০২৩ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা রাজ্যের সব গুলি মণ্ডলের পাশাপাশি বামুটিয়া মণ্ডলেরও ৮ নং বুথের নির্বাচনী বুথ অফিস এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৫ জানুয়ারি) সকালে কালিবাজার সংলগ্ন এলাকায় ৮ নং ওই বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এসময় বামুটিয়া ৩ নং মণ্ডলের ৮ নং বুথের বুথ সভাপতি মাধবী দাসের নেতৃত্বে বামুটিয়া মন্ডলসহ অন্যান্য মন্ডলের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
৮ নং বুথ সভাপতি মাধবী দাস বলেন, আসন্ন ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ প্রতিটি বুথে একযোগে নির্বাচনী বুথ অফিসের শুভ সূচনা হয়েছে।
বামুটিয়া মন্ডলের প্রতিটি বুথের পাশাপাশি ৮ নং বুথও নির্বাচন পর্যন্ত জনগণের স্বার্থে বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করবে। এই বুথ অফিস এর মাধ্যমে ভাবতীয় জনতা পার্টি আরো এগিয়ে যাবে বলে মাধবী দাস বিশ্বাস করেন।
তিনি আরো বলেন, আগামী ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বামুটিয়া বিধানসভায় ভারতীয় জনতা পার্টিকে বিজয়ী করতে সবগুলি বুথের পাশাপাশি ৮ নং বুথও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফলে নির্বাচনে বামুটিয়া বিধানসভা কেন্দ্র বিজেপি বিশাল ব্যবধানে জয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।