
মুক্তির কণ্ঠ ডেস্কঃ
“বাল্যবিবাহকে না বলি সুখী সমৃদ্ধ সমাজ গড়ি’ এই শ্লোগান কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়য়ক শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সকালে
ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (পি ফর ডি) ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়োজনে, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ শপথ বাক্য পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও জেলা পলিসি ফোরামের সদস্য ও সরাইল প্রেসক্লাবের সম্পাদক মাহবুব খান’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান।
বক্তব্য রাখেন- জেলা ডিপিএফ’র সভাপতি ও সাংবাদিক মো. আরজু মিয়া, ভাইস চেয়ারম্যান এ সি তাপসি রায়, পিফরডি প্রকল্পের জেলা সহায়ক মোছা. খোদেজা বেগম, ডিপিএফ সদস্য এস.এম শাহিন, সদস্য ও সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, মো. তাহের উদ্দিন ভূঁইয়া, নারায়ণ চক্রবর্তী, শিরিন আক্তার, পলি রানী বিশ্বাস প্রমূখ।
বক্তারা বলেন, দেশের সামাজিক ব্যাধি খ্যাত বাল্যবিয়ে নামক এই মহামারি থেকে পরিত্রাণের উদ্যেশ্যে বিভিন্ন উদ্ভুদ্ধমূলক কথা বলেন। সেই সাথে বাল্যবিয়ের কারণে সৃষ্ট ভয়াবহ ক্ষতি সমূহ তুলে ধরেন। বাল্যবিয়ের কারণে সম্প্রতি শুধু সরাইলে ঘটে যাওয়া নারীর আত্মহত্যার চিত্র তুলে ধরেন। ফলে নারী শিক্ষার্থীরা বাল্যবিয়ে না করার ঘোষণা দেন। সহস্রাধিক নারী শিক্ষার্থীকে বাল্যবিয়ে প্রতিরোধের গুরূত্বপূর্ণ বাক্য ও শব্দযুক্ত শপথ পাঠ করিয়েছেন প্রধান অতিথি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান। প্রসঙ্গত:ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের অংশীদারিত্বে ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় পিফরডি প্রকল্পের কাজের জন্যই গঠিত হয়েছে জেলা পলিসি ফোরাম। শুরূ থেকেই ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করে আসছে ডিপিএফ’র সদস্যরা। সরকারী বেসরকারী বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি ও লোকজনের অংশগ্রহণে তারা জেলায় কাজ করছে। এরই অংশ হিসেবে বধুবার সকালে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজন করেছিল শপথ বাক্য পাঠের।