
সৈয়দ মো. শামীম, মুক্তির কণ্ঠ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার চার ইউপিতে উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে শেষ হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচন আরো এক বছর আগে হওয়ার কথা থাকলেও করোনা মহামারী ও ইউনিয়ন বিভাজন হওয়ার কারনে নির্বাচন পিছিয়ে পরে। দেশের মহামারি এবং সকল সমস্যা সমাধান হবার পরপরই নির্বাচনের তফসিল ঘোষণা করেন গোয়াইনঘাটের চার ইউনিয়নে। তফসিল ঘোষণার পর থেকে শুরু করে বুধবার (২ নভেম্বর) নির্বাচন শেষ হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত সঠিক ভাবেই ভোট গ্রহন চলে। ভোটে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের জয় হয়েছে ৩জন। বহিষ্কারের ঝুঁকি নিয়ে প্রার্থী হওয়া ক্ষমতাসীন দলের চার ইউপিতে তিনটিতে বিদ্রোহী ও একটিতে নৌকার বিজয় হয়েছে।
উপজেলার ৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ টিতে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম এবং ৩ টিতে আওয়ামী লীগের বিদ্রোহীরা জয়ী হয়েছেন। ৪ টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে যারা জয়ী হয়েছেন তারা হলেন, গোয়াইনঘাট ১২ নং সদর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম রব্বানী সুমন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুভাস চন্দ্র পাল ছানা। ২ নং পশ্চিম জাফলং ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মামুন পারভেজ। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মুন্সি আব্দুল মুমিন। ৩ নং পূর্ব জাফলং ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম ৭২৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী হামিদুল হক ভূইয়া বাবুল পেয়েছেন ৪৭৯৩ ভোট।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু পেয়েছেন ১৮৩৩ ভোট । ১২ নং মধ্য জাফলং ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. লোকমান হোসেন সিকদার ৩৮৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।