
মোঃ রফিকুল হাসান সোহাগঃ ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি করবে বিজয় ও কালনী এক্সপ্রেস ট্রেন দুটি। সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ও চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন।
গত ৫ এপ্রিল ( বুধবার) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া রেল পথে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া বাসীর কাছে ট্রেনযাত্রা খুবই জনপ্রিয়। এ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে স্টেশনে অতিরিক্ত যাত্রী হওয়ায় টিকেটধারী যাত্রীরা স্বাভাবিকভাবে ট্রেনে যাতায়ত করতে পারছেন না।
আসন সংকটের কারণে বিড়ম্বনার শিকার যাত্রীরা। আসন সংখ্যা প্রয়োজনের তুলনায় কম হওয়ার কারনে, যাত্রীরা দাঁড়িয়ে কিংবা জীবনের ঝুঁকি নিয়ে রেলপথে ভ্রমণ করছেন। এ দাবি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন নাগরিক ও সামাজিক সংগঠন মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করে আসছে। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবগত করা হয়েছে।
এরই ফলস্রতিতে ব্রাহ্মণবাড়িয়া বাসীর রেল ভ্রমণে দুর্দশা লাঘবে মাননীয় প্রধানমন্ত্রী রেলপথ মন্ত্রণালয়কে ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে একটি নতুন স্পেশাল এবং ঢাকা-সিলেট পথে চলাচলকারী কালনী এক্সপ্রেস ও চট্টগ্রাম-ময়মনসিংহ পথে চলাচলকারী বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি করার জন্য অনুমোদন সহ ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধিরও নির্দেশনা দিয়ে মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন।
এতে করে, ব্রাহ্মণবাড়িয়া জেলা বাসির দীর্ঘ দিনের দাবি পুরন হতে যাচ্ছে। সেইসাথে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে আন্দোলন করা বিভিন্ন সামজিক, নাগরিক ও সাংস্কৃতিক সংগঠন মাধ্যমে জেলা বাসির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অভিনন্দন,,,