
জহির সিকদার, মুক্তির কণ্ঠ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কমরেড রাশেদ খান মেনন এম পি এর হত্যা চেষ্টার ৩০ তম বার্ষিকী ও সন্ত্রাসবিরোধী দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (১৭ আগষ্ট) সকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বিজয়নগর উপজেলা কমিটির আয়োজনে বিক্ষোভ মিছিল এবং মিছিল শেষে সমাবেশ অনু্ষ্ঠিত হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বিজয়নগর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সদস্য সঞ্চয় রায় পোদ্দার , উপজেলা জাতীয় কৃষক সমিতির নেতা আবদুল আজিজ, সন্তোষ মোহন ঋষি, বিল্লাল মিয়া, সুদিপ পাল, জন্টুরাজ, জামির মিয়া ও সাগর দত্ত প্রমুখ ব্যক্তিবর্গ।