
জহির শিকদার, মুক্তির কণ্ঠ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মেয়ে বিয়ে দেয়া নিয়ে বিরোধের জের ধরে মেয়ের বাবার পক্ষের সাথে চাচাদের পক্ষের লোকদের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। সোমবার সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ডালপা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে তিন দাঙ্গাবাজকে আটক করেছে। আটকরা হলেন, জাহের মিয়া, আঞ্জর আলী ও আলাউদ্দিন। এলাকাবাসী ও পুলিশ জানায়, ডালপা গ্রামের প্রবাসী খুরশিদ মিয়া গত সপ্তাহখানেক আগে তার মেয়েকে একই এলাকার দানু মিয়ার ছেলের সাথে বিয়ে দেন। এই বিয়েতে খুরশিদ মিয়ার ভাইদের সম্মতি ছিল না। বিয়ের পর থেকেই খুরশিদের পরিবারের সঙ্গে ভাই ভাইদের মনোমালিন্যের সৃষ্টি হয়। খুরশিদ মিয়া বিদেশে থাকায় তারপক্ষে অবস্থান নেন তার গোষ্ঠীর লোকজন।
সোমবার সকালে উভয়পক্ষের লোকজন দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তিনজনকে আটক করে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে দুলাল-(৫৫), নুরুজ্জামান-(৪৫), লিটন মিয়া-(৫৫), রজব আলী-(৫০), আবু হানিফ- (৪৫) ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয়। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
এ ব্যাপারে উপজেলার ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক বকুল বলেন, মেয়ে বিয়ে দেয়া নিয়ে ডালপা গ্রামে সংঘর্ষ হয়েছে। এতে ১০/১২ জন আহত হয়েছে বলে শুনেছি।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জা মো. হাসানের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, বিয়ে দেয়া নিয়ে দ্বন্দের জেরে এই সংঘর্ষ হয়েছে। পুলিশ তিন দাঙ্গাবাজকে আটক করেছে।