
শেখ মোঃ নাদিমঃ ব্রাক্ষণবাড়িয়া।আহলে সুন্নাত ওয়ালজামায়াতের অঙ্গ সংঘঠণ গাউসিয়া সুন্নি যুব সংঘঠনের ১৭তম প্রতিষ্ঠািবা বার্ষিকী ও নতুন কমিটি গঠণ করা হয় সন্ধা ৭টায় ভাদুঘর শাহী মসজিদে রমজান আল কাদরীর সভাপতিত্বে অনুষ্টিত হয় ।
উক্ত কমিটির সভাপতিত্ব করেন রমজান আল কাদরী,সহসভাপতি শেখ মো নাদিম,সেক্রেটারি নজরুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে ছিলেন মালানা জাবের আল মানসুর মোল্লা, মাওলানা এডভোকেট ইসলাম উদ্দিন দুলাল,যুবনেতা রফিকুল ইসলাম।
অনুষ্টানটি পরিচালনা করেন হাফেজ আজিম উদ্দিন।পরে দোয়া ও মিলাদ কিয়ামের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।