

মুক্তির কন্ঠ রিপোর্টসঃ অবশেষে দীর্ঘ ১ মাস পর ব্রাহ্মণবাড়িয়ায় নারী ও শিশু -১ আদালত ব্যতীত সব আদালতের ওপর থেকে বর্জন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে জেলা আইনজীবী সমিতি। ১৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে আদালতের বিচারিক কার্যক্রমে অংশ নিচ্ছেন আইনজীবীরা। এরই ফলে আইনজীবীরা কাজে ফেরায় দীর্ঘ ১ মাসেরও বেশি সময় পর কর্মচাঞ্চল্য ফিরে পেয়েছে ব্রাহ্মণবাড়িয়া আদালতপাড়া।
গত ১২ ফেব্রুয়ারি (রবিবার) আইনমন্ত্রী আনিসুল হক ও ব্রাহ্মণবাড়িয়া সদরের সাংসদ র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সঙ্গে বৈঠকের পর আদালত বর্জনের কর্মসূচি থেকে সরে এসেছেন ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা।
১৪ ফেব্রুয়ারি থেকে একটি ছাড়া বাকি সব আদালতের বিচারিক কাজে অংশ নিয়ে এক মাসেরও বেশি সময় ধরে চলে আসা কর্মবিরতির অবসান হয়েছে।
এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট তানভীর ভূঞা বলেন, আইনমন্ত্রী ও আইনসচিব শুধু ব্রাহ্মণবাড়িয়ার নন, বাংলাদেশের আইন অঙ্গনের অভিভাবক।
তাই সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী আইনমন্ত্রী যে অনুরোধ করেছেন, তাঁর প্রতি সবাই শ্রদ্ধা আস্থা ও বিশ্বাস স্থাপন করে আইনজীবীরা আজ থেকে আদালতের বিচারকাজে অংশ নিচ্ছেন।