
ডেক্স রিপোর্টসঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ ঢাকা’র যৌথ আয়োজনে দিনব্যাপী এই কনসার্টে সংগীত পরিবেশন করবেন।
উক্ত অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মনবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী।
সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যান্ডদল মাইলস, মাকসুদ ও ঢাকা, ওয়ারফেজ, চিরকুট ব্যান্ডের পিন্টু ঘোষ, জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান এবং চট্টগ্রামের অপু। সঞ্চালনা করবেন নন্দিন উপস্থাপক দেবাশীষ বিশ্বাস। অনুষ্ঠানটি বেলা ২টা থেকে শুরু হয় অনুষ্ঠানটি রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানটের আয়োজন সহযোগী ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: আশীষ কুমার চক্রবর্তী বলেন – ‘নারীর টানেই বড় বড় আয়োজনগুলো ব্রাহ্মণবাড়িতেই করা। কিছুদিন আগেও আমরা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতিপদক-২০২৩ অনুষ্ঠানটি করেছি ব্রাহ্মণবাড়িয়াতেই। যে অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষস্থানীয় নয়জন গুণীব্যক্তিবর্গ এসেছিলেন সম্মাননা পদক গ্রহণ করতে।
আমরা এভাবেই ব্রাহ্মণবাড়িয়াকে সংস্কৃতির রাজধানী হিসেবে পুননির্মাণ করতে চাই। আশা করা যাচ্ছে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে দিবা-রাত্রি এই কনসার্টটি একটি সফল কনসার্ট পরিণত হবে এবং বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা বিনির্মাণে তরুণ প্রজন্মকে নতুনভাবে উদ্দীপিত করবে।’