
মোঃ রফিকুল হাসান সোহাগ -মুক্তির কন্ঠ
ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত
শহরের পুরাতন কাচারি পুকুর সংলগ্ন ‘বঙ্গবন্ধু স্কয়ারে’ বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ২০২৩ উক্ত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন, সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি, র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র মোঃ হেলাল উদ্দিন। ৪ ফেব্রুয়ারি২০২৩ পর্যন্ত কোয়াটার ফাইনাল খেলা গড়াচ্ছে আজকের কোয়ার্টার ফাইনালে অংশ গ্রহন করেন ব্রাহ্মনবাড়িয়া ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ও সরাইল ক্রীড়া সংস্থা।
উদ্বোধনি অনুস্টানে সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন- এই ধরনের টুর্নামেন্টের মধ্য দিয়ে তরুণ প্রজন্মরা এই খেলাধুলায় আরো বেশী আগ্রহী হবে। খেলাধুলা করলে স্বাস্থ্য ও মন ভালোথাকে। ব্রাহ্মণবাড়িয়ায় কখনও খেলাধুলা বন্ধ হবে না বলে তিনি আস্বস্থ করেন।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু বলেন- এধরনের আয়োজন থেকে ব্রাহ্মণবাড়িযার খেলোয়াড়েরা যেন জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে পারে, সেজন্য জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতা অব্যাহত থাকবে।
টুর্নামেন্টে আগত দর্শকরা বলেন – শীত মৌসুমে এই আয়োজনটা হলে আরো ভালো হতো,তবে প্রতিবছরই এ খেলা দেখার জন্য অপেক্ষা করি।
খেলায় বিপুল দর্শকের সমাগম ঘটে।