
রফিকুল হাসান সোহাগ- মুক্তিরকন্ঠ //
যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।
দিনটি উদযাপন উপলক্ষে, একুশের প্রথম প্রহর ২০ ফেব্রুয়ারি (সোমবার) দিবাগত রাত ১২টা ১ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা র. আ. ম. উবায়দুল মোক্তারি চৌধুরী বলেন- একুশ আমাদের বাংলাদেশ দিয়েছে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, একুশ আমাদের সে পথে নিয়ে যাবে।’
এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. শাহগীর আলম, জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মুহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আল মামুন সরকার, পৌরসভার পক্ষে পৌর মেয়র মিসেস নায়ার কবীর শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের জন্য শহীদ মিনারটি উন্মুক্ত করে দেয়া হয়।
সকালে বিভিন্ন স্কুল-কলেজের সরকারি বেসরকারি কর্মকর্তা বিভিন্ন সামাজিক সংস্কৃতি সংগঠন শহীদ মিনারে পুস্তবক অর্পণ করেন।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ চত্বর শহরের বিভিন্ন অলিগলি থেকে ফুল হাতে আসা মানুষের পদচারণায় গোটা কলেজ ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে //