
রিপোর্টস-রফিকুল হাসান সোহাগ। মুক্তির কণ্ঠ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস ২০২৩, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৩, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিভিন্ন গ্রুপের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা।
২৯ মার্চ ২০২৩ ( বুধবার) দুপুরে, জেলা সরকারি গণ গ্রন্থাগারে মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে, সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মোঃ সাইফুল ইসলাম লিমন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোঃ সাইফুল ইসলাম,
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও গবেষক জয়দুল হোসেন, জেলা উদিচি’র সভাপতিজ হিরুল ইসলাম স্বপন, ব্রাহ্মণবাড়িয়া গণ গণ্থাগারের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম বাবু।
ছবিতে, প্রধান অতিথির হাত থেকে রচনা প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপের প্রথমস্থান অধিকারি সরকারী সাবেরা সোবহান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শেখ আফরিন। পুরস্কার গ্রহন করছেন।
সমগ্র অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন তরুণ কবি ও সংগঠক মনিরুল ইসলাম শ্রাবণ।
অনুষ্ঠানে শহীদ দিবস, শিশু দিবস ও স্বাধীনতা দিবসের প্রতিযোদিতায় বিভিন্ন গ্রুপের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার মহা মুল্যবান বই ও সনদ পত্র বিতরন করা হয়।
অনুস্টানে শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক সমাগম ঘটে।