
মোঃ রফিকুল হাসান সোহাগ
বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, আওয়ামীলীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যবর্তন দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৭ মে (বুধবার) বিকেলে স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারে, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবর বারী চৌধুরী মন্টু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম ভুইয়া, পৌর মেয়র মিসেস নায়ার কবির, সহ জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। জয় বাংলার কোনও বিকল্প নেই। এ সময় তিনি সকল নেতাকর্মীদেরকে জেলার ৬টি আসন ধরে রাখার জন্যে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।