
রফিকুল হাসান সোহাগঃ ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ মার্চ রাতের গণহত্যা স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।
৭১’র ২৫ মার্চ গণহত্যা ইতিহাসের অন্যতম বর্বর হত্যাকাণ্ড ঘটিয়েছিল তৎকালীন পাকিস্তানি বাহিনী। বাংলার অসংখ্য নিরস্র মানুষ সেইদিন শহীদ করে ছিল।
২৫ মার্চ-২০২৩ ( শনিবার) সন্ধ্যায় স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে হাজারো মোমবাতি প্রজ্বালন করে গণহত্যার সেই শহীদদের স্মরণ করা হয়।
মোমবাতি প্রজ্বালন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, জেলা পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার সহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতের গণহত্যাটি যেন আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয় এই মর্মে
অনুষ্ঠানের প্রধান অতিথি সহ সকল শ্রেণী পেশার মানুষর দাবী ছিল।