
মুক্তির কন্ঠের ডেক্স রিপোর্টসঃ
ব্রাহ্মণবাড়িয়াতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা ও জয় বাংলা কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। গত ৬ মার্চ (সোমবার) বিকেলে স্থানীয় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও ইউনিভার্সেল মেডিকেল কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
সভায় জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সিভিল সার্জন ডাঃ একরামউল্লা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।
সবেবরাতের জন্য অনুষ্টানটি ৭ মার্চের পরিবর্তে ৬ মার্চ করা হয়েছে বলে আয়োজকরা জানান।
আলোচনা সভা শেষে সন্ধ্যার পর থেকে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যান্ডদল মাইলস, মাকসুদ ও ওয়ারফেজ সহ দেশের জনপ্রিয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
ব্রাহ্মণবাড়িয়াতে একই মঞ্চে এতো জনপ্রিয় শিল্পী ও দর্শকের উপস্থিতি জেলায় এটাই প্রথম বলে অনেকেই মনে করছেন।
কনসার্ট উপভোগ করতে জেলার বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক দর্শক উপস্থিতি ঘটে।