
মোঃ রফিকুল হাসান সোহাগ -মুক্তিরকন্ঠ,
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পুর্ব মেড্ডা এলাকার ৩ শত বছরের প্রাচীন শ্রী শ্রী কালভৈরব মন্দিরে ৪ দিনব্যাপী সপ্তশতী বার্ষিক মহাযজ্ঞ মহোৎসব শুরু হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি (রবিবার) সকালেতাদের প্রথা অনুযায়ী বৈদিক পতাকা উত্তোলনের মাধ্যমে ৪ দিন ব্যাপী ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মহাযজ্ঞ উৎসবের শুভ উদ্বোধন করেন কালভৈরব মন্দির কমিটির সভাপতি পলাশ ভট্টাচার্য।
ভারত ও নেপাল সহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত পুরোহিত পণ্ডিত সহ স্থানীয় ভক্তরা উপস্থিত ছিলেন। উক্ত মহাযজ্ঞে জীব জগতের কল্যাণ কামনায় সপ্তশতী চণ্ডী মহাযজ্ঞে বিভিন্ন পূজার সামগ্রী যজ্ঞ স্থলে দেন এবং ভক্তরা জীব জগতের কল্যাণ কামনা করেন।
৩০০ বছর পূর্বে ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়ীয়ার দূর্গাচরণ আচার্য্য স্বপ্নাদিষ্ট হয়ে শহরের মেড্ডা এলাকার তিতাস নদীর তীরে শ্রী শ্রী কালভৈরব মন্দির প্রতিষ্ঠা করেন। এরপর থেকে জীব জগতের কল্যাণ কামনায় প্রতি বছর এই যজ্ঞ অনুষ্ঠান হয়ে আসছে।
উৎসবে আগত দর্শনার্থীরা জানান, এখানে প্রতি বছরই জীব ও জাতির শান্তি কামনায় প্রার্থনা করা হয়। এবার মায়ের কাছে আমরা প্রার্থনা করেছি যেন সবাই শান্তিতে থাকতে পারি, দেশের ও জাতির জন্য মঙ্গল কামনা করেছি। পাশাপাশি এই উৎসবকে কেন্দ্র করে মন্দির আশেপাশে তিতাস নদীর তীরে বসেছে লোকজ মেলা।
মেলায় নাগরদোলা বাহারি খেলনা সহ মাটির তৈরি হরেক রকমের সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। মহা যজ্ঞ উৎসব মহা আনন্দের মেলবন্ধনে পরিণত হয়েছে।